সাইক্লোন রেমাল আপডেট_Cyclone Remal Update

Sources:

  • Bangladesh Meteorological Department
  • Indian Meteorological Department
  • Bangladesh Weather Observation Team (BWOT)
  • Regional Meteorological Centre Kolkata

২৭ মে, ২০২৪, সকাল ১০টা (May 27, 2024, 10.00AM)

কয়রা, খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় "রিমাল” উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও । তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টিপাত ঝড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ (তিন)  নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল (২৮ মে ২০২৪) পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
 

Cyclone Remal, which was a severe cyclonic storm over Koyra, Khulna, has moved northwards and weakened into a cyclonic storm, then further into a deep depression over Jashore and surrounding areas. It is expected to move northeastwards and gradually weaken into a land depression, bringing rainfall.

Maritime ports of Payra and Mongla should lower Danger Signal Number Ten and instead hoist Local Cautionary Signal Number Three.

Maritime ports of Cox's Bazar and Chattogram should lower Danger Signal Number Nine and instead hoist Local Cautionary Signal Number Three.

All fishing boats and trawlers in the North Bay should remain in shelter until tomorrow morning (28 May 2024) and then proceed with caution.

 

২৬ মে, ২০২৪, বিকেল ৫টা (May 26, 2024, 05.00PM)

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় "রিমাল" উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ (২৬ মে ২০২৪) বিকাল ০৩ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩২৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২০০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা/ ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ (২৬ মে ২০২৪) সন্ধ্যা ০৬টা থেকে পরবর্তী ৩-৪ ঘন্টার মধ্যে মোংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ)- খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত (পুন:) ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ০৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত (পুন:) ০৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

The severe cyclonic storm "Remal" over northwest bay and adjoining area moved northwards over the same area and was centred at 03 pm today (26 may 2024) is about 325 kms southwest of Chattogram port, 310 kms Southwest of Cox's Bazar port, 200 kms south of Mongla port and 180 kms south of Payra port. Under the peripheral effect of the severe cyclone, gusty/squally wind with rain is continuing over coastal regions of Bangladesh. It is likely to move in a northerly direction and may cross Sagar Island (West Bengal) - Khepupara coast near Mongla by 3-4 hrs from 06 pm today (26 may 2024). After crossing the center of severe cyclonic storm, rest part of the system may continue to cross.

Maritime ports of Payra and Mongla have been advised to keep hoisted Great Danger Signal no. Ten

The coastal districts of Khulna, Satkhira, Bagherhat, Pirojpur, Jhalokhati, Borguna, Barishal, Bhola, Patuakhali and their offshore islands & chars will come under Great Danger Signal no. Ten

Maritime port of Cox's Bazar and Chattogram have been advised to keep hoisted Great Danger signal no. Nine

The coastal district of Chattogram, Cox's Bazar, Feni, Noakhali, Laxmipur, Chandpur and their offshore islands and chars will come under Great Danger Signal no. Nine.

২৬ মে, ২০২৪, দুপুর ২টা (May 26, 2024, 02.00PM)

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘুর্ণিঝড় 'রিমাল' উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ (২৬ মে ২০২৪) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিমি দক্ষিন-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১৫ কিমি দক্ষিন-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৩১৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২০০ কিমি দক্ষিণে অবস্থান করছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘুর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা/ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ (২৬ মে ২০২৪) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩-৪ ঘন্টার মধ্যে মোংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) - খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত (পুন:) ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ০৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত (পুন:) ০৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে ০৪(চার) নম্বর নৌ-মহাবিপদ সংকেত (পুন:) ০৪ (চার) নম্বর নৌ-মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

The severe cyclonic storm "Remal" over northwest bay and adjoining area moved northwards over the same area and was centred at 12 noon today (26 may 2024) is about 335 kms southwest of Chattogram port, 315 kms southwest of Cox's Bazar port, 220 kms south of Mongla port and 200 kms south of Payra port. Under the peripheral effect of the severe cyclone, gusty/squally wind with rain is continuing over coastal regions of bangladesh. It is likely to move in a northerly direction and may cross sagar island (west bengal) - khepupara coast near mongla by 3-4 hrs from 06 pm today (26 may 2024).

Maritime ports of Payra and Mongla have been advised to keep hoisted Great Danger Signal no. Ten
Maritime port of Cox's Bazar and Chattogram have been advised to keep hoisted Great Danger Signal no. Nine